নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের হোসেন বাজার সংলগ্ন এনার্জি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ট্রান্সফরমার তৈরি ও মেরামত কারখানার সন্ধান পাওয়া গেছে।
এ কারখানায় অবৈধভাবে ট্রান্সফরমার তৈরি ও মেরামত করে বাজারজাত করা হচ্ছে বলে নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন হাছান আলী নামে একব্যাক্তি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নষ্ট ট্রান্সফরমার সমিতির কতিপয় অসাধু ব্যাক্তির যোগসাজশে কোতালিরচর বিলপাড় হোসেন বাজার সংলগ্ন মোঃ শুক্কুর আলীর মালিকানাধীন এনার্জি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডে মেরামত করা হয়। আরো উল্লেখ করা হয়, সরকার কর্তৃক এ প্রতিষ্ঠানের কোন নিবন্ধন নেই। নিবন্ধন বিহীন প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত ট্রান্সফরমার মেরামত করা হলে গ্রাহক ও সমিতির মারাত্মক ক্ষতি হতে পারে। সেই সাথে বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে পারে। অভিযোগে বলা হয় বাংলাদেশ সরকার অনুমোদিত সারাদেশে ৭২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার উৎপাদন ও মেরামতকারী প্রতিষ্ঠান রয়েছে। নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ২৬জুন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অফিস কক্ষে শুনানী করা হয়। শুনানীতে এনার্জি পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানার পক্ষে ট্রান্সফরমার উৎপাদন করার জন্য সরকার অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেনি বলেও জানাযায়। অভিযোগের সাথে আরো উল্লেখ করা হয় গত বছরের ৩রা অক্টোবর পলাশ থানা এলাকার মেসার্স ষ্টার ট্রেডিং করপোরেশন ইট ভাটার কনফিডেন্স কোম্পানির তিনটি ট্রান্সফরমার চুরি হয়। সেই চোরাইকৃত ট্রান্সফরমার গুলো এনার্জি পাওয়ার ইঞ্জিনিয়ার কারখানায় মেরামত করা হয়। এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদও প্রকাশ করা হয়।