নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মমিনুর রহমান আপেল। শুক্রবার বিকেলে শহরের সাটিরপাড়ায় নরসিংদী প্লাজা কমিউনিটি সেন্টারে ক্লাব ৯৪ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা প্রদান করেন।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস এস এম কাইয়ুম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন,নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভূইয়া সোহেল, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হোসেন তুহিন, নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক স্বপন,নরসিংদী পৌরসভার কাউন্সিলর খায়রুল ইসলামসহ নরসিংদী জেলা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু মহল।