নরসিংদী জেলা প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতোনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতোনা টিভি’র সি ই ও এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্যা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ ও খাস খবর পত্রিকার সম্পাদক মুহম্মদ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি, সাপ্তাহিক আজকের চেতনার বার্তা সম্পাদক মাঈনুদ্দিন সরকার প্রমুখ। এছাড়াও জেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার।