শিরোনাম :
এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত নরসিংদীতে ফতোয়া বোর্ডের ফিকহী কনফারেন্স অনুষ্ঠিত দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের দায়িত্বে গাফ্ফার ও মুনশাদ সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বাইপাস সড়ক বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বাড়ী ও পরিষদে হামলা, নিহত ১ সাংবাদিক মনির হায়দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাত দিনের রিমান্ডে ১০ ছাত্রলীগ নেতা, নরসিংদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর নরসিংদীতে কৃষক দলের সমাবেশে সন্ত্রাসী হামলায় ৫জন আহত ক্রীড়া সংস্থার ডায়নামিক কমিটির প্রত্যাশায় নরসিংদীবাসী
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে রোজার সাশ্রয়ী বাজার উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৩৬৭ বার
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নরসিংদীতে পবিত্র রমজান মাস উপলক্ষে “রমজানে সাশ্রয়ী বাজার, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে “রোজার সাশ্রয়ী বাজার”। শনিবার (১৬ মার্চ) সকালে নরসিংদী শিক্ষা চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধু পৌর পার্কে এই বাজারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।


রমজান মাস জুড়ে সপ্তাহের প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে এই বাজার । বাজারে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, টাটকা শাকসবজি, এলপি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় ইত্যাদি বিক্রি করা হয়। গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৬ টাকা, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১৫০ টাকা, কাচাঁ মরিচ ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করা হয়।
উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, নরসিংদী একটি শিল্পসমৃদ্ধ জেলা। এ জেলায় প্রান্তিক জনগোষ্ঠী ছাড়াও নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যাতে পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে সেজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি নরসিংদী নিম্ন আয়ের মানুষসহ সর্বস্তরের মানুষকে এই রোজার সাশ্রয়ী বাজার থেকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কেনার সাদর আহ্বান জানান।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক নরসিংদী জেলা প্রশাসন ইফতার পার্টি বর্জন করে রোজার মাসে নরসিংদীর ৬টি উপজেলার নিম্ন আয়ের গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ছাইফুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নূরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ