জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কসভোর অনাবাসী মো: মোশাররফ হোসেন ভূইয়া কসোভো সফরের দ্বিতীয় দিনে গত ১৩ মার্চ সে দেশের মাননীয় রাষ্ট্রপতি মিসেস ভজোসা ওসমানী-সাদ্রিউ এবং অর্থনীতি ও জ্বালানি মন্ত্রী মিস আরতানে রিজভানোলির সাথে সৌজন্য করেন। এসময় তাঁরা সম্মত হয়েছে যে, উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। দুদেশের স্বার্থে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করা যেতে পারে এবং ব্যবসায়িক বিনিময় বাস্তবায়িত করা যেতে পারে।