নরসিংদী শহরে পূর্ব শত্রুতার জের ধরে জহির রায়হান নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখমের কারণে একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দাবী করেছেন জহির রায়হানের পরিবার।
জহির রায়হানের বাবা হানিফ মিয়া এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, শনিবার (২ মার্চ) সন্ধ্যায় নরসিংদী শহরের বিলাসদী এলাকার মোল্লা জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে জহির রায়হান বাসায় ফেরার সময় একই এলাকার রাহাদ,বিশাল,টুটুল, তন্ময়,সানি ও তুষার নামে ৭/৮ জনের একটি দল পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় জহিরের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে আহত জহির রায়হানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করেন।
জহির রায়হানের বাবা হানিফ মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে তারা আমার ছেলেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে এভাবে কুপিয়ে জখম করেছে। যারা কুপিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়না। তাদের আঘাতের কারনে আমার ছেলের একটি চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। ডাক্তার বলছেন চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি তাদের শাস্তি দাবী করছি।