আয়ূবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। সাত্তার চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আগামীকাল বুধবার সকাল ১০ টায় আয়ূবপুর ইউনিয়ন পরিষদের পাশে ত্রিষা বাজার সংলগ্ন মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযা নামাজে শরীক হয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মরহুম সাত্তার চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।