নরসিংদীতে লালন সাইজীর ভক্ত নুরুল আমিন সাধু ও নুরচাঁন এর বড় মায়ের ৩য় তিরোধান দিবস উপলক্ষে একদিন ব্যাপী সাধু সঙ্গ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে রাতব্যাপী নরসিংদীর বানিয়াদী শিমুলের টেক ফকির লালন সাইজীর ভাব নগরে এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
নরসিংদীসহ ঢাকা,কুষ্টিয়া,মেহেরপুর, খুলনা, নারায়নগঞ্জ ,গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা সাধুসঙ্গে মিলিত হন।
রাতব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত লালন ভক্ত শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন।
এসময় লালন সঙ্গীত শোনার জন্য আশেপাশের অনেক লোকজন উপস্থিত হয়েছিলেন।