নরসিংদীবাসীর প্রানের মানুষ, দেশের উন্নয়নের সর্ববৃহৎ মেগা প্রজেক্ট পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্রের স্বীকার কারা নির্যাতিত অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব, জার্মানে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূঁইয়ার রচিত অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ নতুন ২টি বই প্রকাশিত হচ্ছে। বই দুটি বিদ্যা প্রকাশের স্টলে (৩২৬ এবং ৩২৯) পাওয়া যাবে। প্রকাশিত বই দুটি হলো, মুক্তিযুদ্ধের স্মৃতি ও ধৃতি বঙ্গবন্ধু পরিবার এবং তাজউদ্দীন প্রসঙ্গ এবং বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি।
এর ছাড়াও ইতিপূর্বে বিভিন্ন সময় মো: মোশাররফ হোসেন ভূইয়ার লেখা ৫টি বই প্রকাশিত হয়েছে। বই গুলো হল, পদ্মা সেতু, সততা ও আত্মবিশ্বাসের বিজয়, চিরঞ্জীব শেখ মুজিব, বাংলাদেশের বদলে যাওয়া অর্থনীতির চালচিত্র, দেশ বিদেশের ভ্রমণ কথা, মার্কিন মুলুকে মনোভ্রমন উল্লেখযোগ্য। সদ্য প্রকাশিত বই গুলোর
সাথে অতীতে প্রকাশিত বই গুলোও পাবেন বিদ্যা প্রকাশের স্টলে।