দীর্ঘ দিন পর মূল ফটকের তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করল বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় ৭৫ দিন পর আজ ১১ জানুয়ারী সকালে বিএনপির সিনিয়র যুগ্মসচিব এড. রুহুল কুদ্দুস রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তালা ভেঙে মিছিল সহকারে কার্যালয়ে প্রবেশ করে।
উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পর, বিএনপির নেতাকর্মীদের উপর ক্রেকডাউন নেমে আস। গ্রেফতার করা হয় হাজার হাজার নেতা কর্মীকে। বিএনপির অভিযোগ, তখন থেকেই তালাবদ্ধ রাখা হয় অফিস। গ্রেফতার আতংকে কেউ আসেনি এ দিকে।
রুহুল কবির রিজভী বলেন, বারবার কার্যালয়ের চাইলেও পুলিশ তা দেয়নি। এখন আমরা বাধ্য হয়েই তালা ভেঙে অফিসে প্রবেশ করছি।
এদিকে গুলশানের বিএনপির চেয়ারপার্সনের কার্য্যালয় ও ছিল তালাবদ্ধ। গত ৮ জানুয়ারী বিএনপির স্থায়ী কমিটির ৩ জন সদস্য গুলশানের কার্য্যালয়ে প্রবেশ করে সাংবাদিক সম্মেলন করেন ডামি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।