নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র বাতিল করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর নৌকায় সিল দেওয়া একাধিক বই দেখতে পান স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা। এ সময় প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। পরে ভোট কেন্দ্রটি বাতিল করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম জানান, জাল ভোটের মাধ্যমে অনিয়মের অভিযোগে বেলাব উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।