শিবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার সকাল ১১ টায় শিবপুর কলেজগেইট এলাকায় নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ কালে তাকে আটক করেছে পুলিশ।
পরে সালেক রিকাবদারকে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে আনাহলে, আদালত তাকে জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য সরকার বিরোধী আন্দোলনের সরব এ নেতা পূর্বেও এক দফার আন্দোলন করতে যেয়ে তিনি কারান্তরিন হন।