গনতন্ত্র ও আইনের শাসন পুন: প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে নরসিংদীর আদালতের সকল কার্যক্রম বর্জন করছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত চলমান এই আন্দোলনের পক্ষে আজ নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল বাছেদ ভুইয়া, সিনিয়র আইনজীবী ও নরসিংদী বারের সাবেক সভাপতি এড. নাজমুল কাদের, এড. কানিজ ফাতেমা সহ ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ৭ জানুয়ারীর একতরফা ডামি নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান। এ ছাড়াও বিচারের নামে সম্পূর্ণ অন্যায় ভাবে বিএনপির নেতা কর্মীদের গায়েবি ও মিথ্যা মামলায় সাজ প্রদান বন্ধের ও দাবি জানান।