আাগামী ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
গত ৩ জানুয়ারী বেলাব উপজেলার বিভিন্ন সড়কে এই মিছিল ও লিফলেট বিতরন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন, জাতীয়তাবাদী যুবদলের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চড় আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার হাসান, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসানুল হাবিব বিপ্লব।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, একদফা আন্দোলনে জাতী আজ ঐক্যবদ্ধ। নির্দলীয় সরকার ছাড়া দেশের জনগন কোন নির্বাচন মনে নিবে না। তারা অবিলম্বে তত্বাবধায়ক সরকারের দাবী মনে নিয়ে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবী জানান। এ ছাড়াও বক্তারা ডামি ও একতরফা নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান।
মিছিলে কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করে।