শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের কাচারীতে “ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট”চালু করণ বিষয়ে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশন এর আয়োজনে ও ফিরোজা আরিফ যুব উন্নয়ন সংস্থা ও গাঁও সংঘের সহযোগিতায় অত্র ইনষ্টিটিউট কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান। ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট এর সভাপতি মোঃ রহমত উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান, শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরউদ্দিন দর্জি, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খান, অত্র ইনষ্টিটিউট এর উপদেষ্টা আব্দুল হান্নান মোল্লা প্রমুখ। সভায় শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাবেক সেক্রেটারী এস এম আরিফুল হাসাব সহ এলাকার এবং আশপাশের স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।