নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ১১ জন গ্রেফতার করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,
নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকারের তত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার রাতে মাধবদীর বালুসাইর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আলামিন (৩৮) নামে একজনকে গ্রেফতার করেন।
তিনি আরো জানান, জেলা পুলিশের অভিযানে অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে আরো ১০ জনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।