১২ ডিসেম্বর ‘নরসিংদী মুক্ত দিবস’। ১৯৭১ সালের এই দিনে সম্মুখযুদ্ধে পাক বাহিনীকে পরাজিত করে বিজয় উল্লাসে মেতে ওঠেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার নরসিংদীতে বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছিল।
নরসিংদী মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হয় বিজয় কনসার্ট। নরসিংদীবাসীর আনন্দের এ দিনকে বর্ণিল রূপ দিতে জেলা প্রশাসনের উদ্যোগে ও প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছিল।
কনসার্টে গান গেয়ে স্টেজ মাতিয়েরাখেন বিখ্যাত ব্যান্ড তারকা দল ওয়ার ফেজ, আর্ক, ঐশী ও শাওন। বিনা টিকিটে বিখ্যাত শিল্পীদের গান উপভোগ করতে পেরে খুশি সাধারণ মানুষ।