মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

উপজেলা চেয়ারম্যানের সাথে রায়পুরা উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়।

শফিকুল ইসলাম / ২৪৫ বার
আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে রায়পুরা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সভাপতি রিয়াজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, কোষাধ্যক্ষ মো শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাদির, সদস্য সাদ্দাম উদ্দিন প্রমূখ।

জানা গেছে, গত ২২ নভেম্বর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লাসহ চার উপদেষ্টাদের নিয়ে দৈনিক আজকের পত্রিকা’র প্রতিনিধি হারুনূর রশিদকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাধন দাস সিনিয়র সহ-সভাপতি, ডেইলি অবজারভার তন্ময় সাহা সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের পাতার মো শফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের কার্যকরী কমিটির মাধ্যদিয়ে আত্মপ্রকাশ করে। ইতিমধ্যে অত্র সংগঠনটি অতন্ত্য সু নামের সহিত সর্ব মহলে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ