ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে। কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসন বাদ দিয়ে বাকি ২৯৮টি আসনের জন্যই দলটি প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করে।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে কয়েক দফায় দলের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন।
নরসিংদীর ৫ আসনের মধ্যে ৪ আসনেই বর্তমান সংসদ সদস্যগণ মনোনয়ন পেলেও চমকে দিয়েছেন নরসিংদী ৩ শিবপুর আসনে। এখানে বর্তমান সংসদ সদস্য জহিরুল হক মোহন ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে টপকে মনোনয়ন পেয়েছেন তরুণ প্রজন্মের আইকন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, শিবপুরের সাবেক সাংসদ শহীদ রবিউল আউয়াল খান কিরণের ছেলে ও সদ্য নিহত উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের ভাতিজা ফজলে রাব্বী খান।
নরসিংদীর ৫ টি আসনে মনোনয়ন পেয়েছেন যারা :
নরসিংদী ১ (সদর) আসনে নজরুল ইসলাম হিরু।
নরসিংদী ২ (পলাশ) আসনে ডা: আনোয়ারুল আশরাফ দিলীপ।
নরসিংদী ৩ ( শিবপুর) ফজলে রাব্বী খান।
নরসিংদী ৪ ( মনোহরদী-বেলাব) নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
নরসিংদী ৫ ( রায়পুরা) রাজিউদ্দিন আহমেদ রাজু।