গত ২৮ অক্টোবর নরসিংদী রেলস্টেশনে পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলা নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনকে আটক করেছে নরসিংদী মডেল থানার পুলিশ। শনিবার রাতে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া।
তিনি জানান, গত ২৮ অক্টোবর নরসিংদী রেলস্টেশনে পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতার ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনের সম্পৃক্ততা থাকার কারণে তাকে গ্রেফতার করে, অধিকতর তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।