নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান- মনজুর এলাহীকে আজ ২৭ অক্টোবর আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আজ পুলিশ ২০২২ সালে রজু করা দুটি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আনলে আদালত রিমান্ড এবং জামিন আবেদন দুটাই নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
এর আগে গত ২৪ অক্টোবর মনজুর এলাহীকে উত্তরা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এদিকে মনজুর এলাহীকে নতুন দুটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানোয় নরসিংদী জেলা বিএনপি, শিবপুর উপজেলা বিএনপি ও শিবপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।