নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে রেল স্টেশনে ট্রেন ও পুলিশকে লক্ষ করে ইট পাথর নিক্ষেপ করে পরে বিএনপির নেতাকর্মীরা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শর্টগানের ৩৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে পুলিশ। এসময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
আহতকরা হলেন, এসআই নাজমুল, এসআই জয় বনিক, কনস্টেবল মশিউর রহমান। এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া।