আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দুপুরে নয়াপল্টনে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ শুরু করে বিএনপি।
সমাবেশে আগত নেতাকর্মীদের ঢলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বিএনপির মহাসমাবেশের এক পর্যায়ে বিজয় নগর এলাকার দিক থেকে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের অতর্কিত হামলার ফলে সমাবেশ স্থগিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।