সাবেক যোগাযোগ মন্ত্রী মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ সৈয়দ আবুল হোসেন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুমের দুই কন্যা বিদেশে অবস্থান করছেন। তারা দেশে ফিরে এসে মরহুমের জানাযা নামাজ ও দাফনের সময় নির্ধারণ করবেন বলে জানিয়েছেন মরহুমের ব্যক্তিগত সহকারী।
সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরহুমের রুহের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।