শিরোনাম :
নরসিংদীতে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত নরসিংদীতে হত্যাসহ একাধিক মামলার আসামী ওরফে শুটার কাদির গ্রেফতার ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে আমরা বিএনপি পরিবার ভারত উল্টা পাল্টা কিছু করলে খেসারত ভারতকেই দিতে হবে : ইঞ্জি: বকুল নরসিংদী থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠকনন্দিত সাপ্তাহিক পত্রিকা আজকের চেতনা এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নরসিংদীতে এসএসসি ৯৪ বন্ধনের পরিচিতি ও মিলন মেলা অনুষ্ঠিত নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি মান্নান ও সম্পাদক নুরুন্নবী। নরসিংদীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নরসিংদীতে চাকুরি পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

প্রান্ত চেয়ারম্যানের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

মাইনউদ্দিন সরকার / ৭০৫ বার
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত’র বিরুদ্ধে এবার চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। নরসিংদী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ১১৮৯/২০২৩। রায়পুরা উপজেলার গকুলনগরের আতাউর রহমানের মেয়ে বর্তমানে নরসিংদী শহরের ব্যাংক কলোনীতে বসবাসরত সুমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাসূত্রে জানাযায়, বাদীনি সুমা বেগমের সাথে চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের দীর্ঘদিনের সু সম্পর্ক ও পরিচিত। প্রান্ত চেয়ারম্যান ব্যবসায়িক প্রয়োজনে সুমী বেগমের কাছ থেকে ৬ মাসের জন্য ৮৫ লক্ষ টাকা ধার নেয়।
সময় পেরিয়ে গেলেও প্রান্ত চেয়ারম্যান টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত চাইলে গত ৩ আগষ্ট প্রান্ত চেয়ারম্যান তার নিজ নামীয় একাউন্ট সোস্যাল ব্যাংকের চেক প্রদান করেন। চেক প্রদান করে, একাউন্টে টাকা জমা না দেয়ায় চেকটি ডিজঅনার হয়ে যায়। বারবার তাগাদা দেয়ার পরও টাকা ফেরত দিচ্ছেন না প্রান্ত। তাই বাধ্য হয়ে পাওনা টাকা ফেরত পেতে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
প্রান্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজী, জবরদখলসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের শ্বশুর মোশাররফ হোসেন মানিক মাধবদী পৌরসভার মেয়র হওয়ার পর থেকেই মাধবদীতে চাঁদাবাজী,জবরদখলসহ বিভিন্ন অনিয়ম করে রাম রাজত্ব কায়েম করেছেন। শ্বশুর মাধবদীর কিং আর মেয়ের জামাই মেহেরপাড়া ইউনিয়নের কিং হতে চাইছেন। বাপকা বেটা সিপাহীই কা ঘোড়া, কুছ ন্যাহি তো থোরা থোরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ