মনোহরদী সংবাদদাতাঃ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী’র মা সাহিদা আক্তার রিতা। সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টায় তার গ্রামের বাড়ী জামালপুরের দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (১ অক্টোবর) ঢাকার গুলশান-২ এর আজাদ মসজিদ প্রাঙ্গণে বাদ এশা তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে এক ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ভারতের চেন্নাইয়ে ইন্তেকাল করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর মা সাহিদা আক্তার রিতা। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে সোমবার সকাল ১০ টায় গ্রামের বাড়ী জামালপুরের দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন-কাফন সম্পন্ন করা হয়।