মনোহরদী সংবাদদাতাঃ নরসিংদীর মনোহরদীতে চালককে ছুরিকাঘাত করে বিভাটেক ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর বাজার থেকে ছিনতাই হওয়া বিভাটেকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার দশদোনা গ্রামের মৃত আবু তাহেরের পুত্র সোহাগ (২১), দুলাল মিয়ার পুত্র মাসুদ মিয়া (৩২), উত্তর নারান্দী এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র শেখ ফরিদ-(১৯), ছোট শুকুন্দী এলাকার মৃত সোবাহান মিয়ার পুত্র নুরুল হক (৩০)। এ ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং- ১৩/২৭/০৯/২০২৩, ধারা ৩৯৪ /৪১১ পেনাল কোড।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে যাত্রী সেজে সোহাগ ও শেখ ফরিদ মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার হতে নারান্দী বাজারে যাওয়ার জন্য গন্ডারদীয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে চালক হযরত আলী (৫০) এর বিভাটেক ভাড়া করে তারা। পথিমধ্যে বিভাটেক থামিয়ে নুরুল হক ও মাসুদ মিয়াকে সঙ্গে নেয়। পরে দশদোনা মাদ্রাসা পার হয়ে নারান্দী পাকা রাস্তায় পৌঁছলে পেছন দিক থেকে রশি দিয়ে বিভাটেক চালকের মুখ বেঁধে ফেলার চেষ্টা করে সোহাগ। ফরিদ ও মাসুদ বিভাটেক চালককে জাপটে ধরে। এসময় নুরুল হকের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ছুঁড়ি বের করে চালক হযরত আলীকে পিঠে ও পেটের পাশে উপর্যুপরি ছুরিকাহত করে রাস্তার পাশে ফেলে রেখে বিভাটেক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার সংবাদ পেয়ে ছিনতাইকারী গ্রেফতার ও বিভাটেক উদ্ধারে নামে মনোহরদী থানা পুলিশ। পরে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঘটনার সাথে জড়িতদের শিবপুর উপজেলার দুলালপুর বাজার থেকে ছিনতাই হওয়া বিভাটেকসহ আটক করা হয়। সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্য্যাহত রয়েছে।