চেতনা রিপোর্টঃ নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো নুরুল ইসলাম। নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে ফেরদৌসি বেগম (৩৫) নামে ওই নারী মারা যায়। নিহত নারী শিবপুর উপজেলার বাসিন্দা। এর আগে, একই হাসপাতালে পুষ্পা রানী সাহা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় নরসিংদীতে নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১শ’ ৪৮ জনে। এছাড়া, জেলার সবগুলো হাসপাতালে ভর্তি আছে মোট ১শ’ ৩৮ জন রোগী।