চেতনা রিপোর্ট: ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার দৈর্ঘের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন শিব শংকর পালের দীর্ঘদিনের শখ। পৃথিবীর বহুদেশের বিখ্যাত সব ম্যারাথনে তিনি অংশগ্রহণ করেছেন। গত ৯ সেপ্টেম্বর ২০২৩ সুইজারল্যান্ডের ইন্টারলেকেনের ইয়ংফ্রাউ পর্বতের (আল্পস পর্বতমালার একটি পাহাড়) প্রায় ২ হাজার মিটার উচ্চতায় উঠে তার জীবনের ১২৩ তম ম্যারাথন সম্পন্ন করেন শিব শংকর। দুর্গম এ পাহাড়ী ম্যারাথন সম্পন্ন করতে তার সময় লেগেছে প্রায় ৬ ঘন্টা। এ পাহাড়ে এটি তার নবম ম্যারাথন। এ পাহাড়ের প্রায় ৪ হাজার মিটার উঁচু স্হানকে বলা হয় ‘টপ অব ইউরোপ’। ইয়াংফ্রাউ ম্যারাথন ফিনিশিং পয়েন্টে অভ্যর্থনা জানাতে শিব শংকরের আমন্ত্রণে জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইয়া এনডিসি সস্ত্রীক ইয়ংফ্রাউ পর্বতের দুই হাজার ফুট উচ্চতায় সেদিন উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বৌদি শিখা পাল, জেনেভা মিশনের ইকনমিক মিনিস্টার আল আমিন প্রামাণিক ও রাষ্ট্রদূতের কন্যা সামিয়া তাসনিম। এ দিকে শিব শংকর বাংলাদেশের পতাকা বহন করে যখন ফিনিশিং সীমানা অতিক্রম করেন তখন তার সাথে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ম্যরাথন সমাপ্তি শেষে অদম্য প্রাণ শক্তির অধিকারী শিব শংকরকে নিয়ে ‘টপ অব ইউরোপের’ অনুমোদিত সীমানায়ও সকলে আরোহন করেন। এ ম্যারাথনে পৃথিবীর ৭৫টি দেশ হতে প্রায় ৪ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তিন ঘন্টার কিছু বেশী সময় নিয়ে দৌড় শেষে ইউক্রেনের এক প্রতিযোগী প্রথম হন। ৫৬ বছর বয়সী শিব শংকর প্রতিযোগীতার চেয়ে ম্যারাথন সমাপ্ত করার প্রতিই মনযোগী বেশী। জানা যায়, এর জন্য তাকে নিয়মিত অনুশীলন করতে হয়। দৈনিক ১৫/২০ কিলোমিটার দৌঁড়ান তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর বার্লিন ম্যারাথনেও তিনি অংশগ্রহন করবেন বলে জানা যায়। ব্যক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক ও মিউনিখে একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী। তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্হ্য ও দীর্ঘ জীবন কামনা করেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া।