মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

নরসিংদীতে ছিনতাইকৃত টাকাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধির নাম / ৪৫৮ বার
আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

চেতনা রিপোর্ট: নরসিংদীতে ছিনতাই হওয়া টাকাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) নরসিংদী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাজারের এক পান ব্যবসায়ীর কাছ থেকেই ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে, নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার নজরুল ইসলামের পুত্র  হাবিব মিয়া (৩২), একই এলাকার আনোয়ার মাস্টার এর পুত্র মো. এরশাদ (৪৯), রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামের মোবারক মিয়ার পুত্র মো. মাহবুব ভূইয়া (৩৩), ও মনোহরদীর বড়চাপা এলাকার অজয় সাহার পুত্র প্রিতম সাহা (৩৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি আবুল কাশেম জানান, গত ১৯ আগস্ট রাতে পান কেনার জন্য ব্যাগে টাকা নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাজারের বিক্রম পান আড়তের কর্মচারী তাপস চন্দ্র দে (৩২) ও কুষ্টিয়া জেলার সদর থানার পান সমিতির লাইনম্যান মো. বাটুল ইসলাম (৪২)। ভেলানগর জনতা ব্যাংকের সামনে পৌঁছলে তাদের গতিরোধ করে ১০ জন ছিনতাইকারী। এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে তাদের সাথে থাকা নগদ ৭ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী তাপস চন্দ্র দে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ছিনতাইকারীদের চিহ্নিত করে ১ লাখ ২০ হাজার টাকা জব্দসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ