নরসিংদীতে ট্রেনে কাটাপরে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনের পশ্চিমে বিলাসদী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপরেন ওই ব্যক্তি। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ” এখনও আমরা পরিচয় শনাক্ত করতে পারি নি। পিবিআইকে খবর দেয়া হয়েছে এবং তারা আসলেই পরিচয় শনাক্ত করা যাবে। তার বয়স হবে আনুমানিক ৬০ বছর।”