নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের জামালিয়াকান্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক সরকার এর সভাপতিত্বে এবং ফকির ডাইংয়ের এর ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব আব্দুর রাজ্জাক ফকির এর পৃষ্ঠপোষকতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম স্বপন। টুর্নামেন্টে ৮টি দল দু’গ্রুপে বিভক্ত পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দড়ি নবীপুর একাদশ ও নবীপুর একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় দড়ি নবীপুর একাদশ ২-১ গোলে নবীপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। দড়ি নবীপুর একাদশের পক্ষে গোল ২টি করেন জালাল ও ওলি এবং নবীপুর একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন রুবেল।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম স্বপন চ্যাম্পিয়ান ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ২টি ৪৩” স্মাট টেলিভিশন তোলে দেন।
এ সময় নজরপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
ফুটবল খেলা দেখতে আসা স্থানীয় আলী হোসেন জানান, আমার বয়সে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় পুরুষ মানুষের পাশাপাশি মহিলারাও দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। স্হানীয় গ্রামবাসী ছাড়াও আশপাশের ইউনিয়ন থেকে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন। এতে করে মাঠে দর্শকের তিল ধরনের স্থান ছিলো না। প্রানবন্ত চমৎকার খেলা উপভোগ করেছেন উপস্থিত দর্শকরা।
এ বিষয়ে টুর্নামেন্টের সভাপতি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক সরকার জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। ইউনিয়নবাসীর নিকট কৃতজ্ঞ। তাদের সার্বিক সহযোগিতায় এতবড় একটা টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পেরেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি। ইউনিয়নবাসী যদি এভাবে সহযোগিতা করে তাহলে আগামীতে আবারও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবো।