নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি এলাকা হতে দেশীয় তৈরি ১টি ওয়ান শূট্যারগান ও ৪৬ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজসহ আতিক হাসান নামে এক সন্ত্রাসীকে আটক করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত ব্যক্তি হলেন, রায়পুরা উপজেলার হাইমারা ইউনিয়নের বীরকান্দি মধ্যপাড়া গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ আতিক হাসান (২০) ওরফে আতিক।
তথ্যটি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।
তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধে অপরাধীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়ন, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বতে উপপরিদর্শক সেকান্দার আলী ও সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৬ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ সহ আতিক হাসান (২০) ওরফে আতিককে আটক করেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন এবং ও তার দেখানো মতে রাত আনুমানিক পৌঁনে ২টায় বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের কাদের খানের বাড়ীর পাশে জঙ্গলের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শূট্যারগান উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি আতিকের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।