শিরোনাম :
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গোলাগুলি: আতংকিত সাধারণ মানুষ হামলা, হত্যাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা শিশির কারাগারে ড. ইউনুস সরকারের মধুচন্দ্রিমা -১ ষ্টেশন মাষ্টারের ছত্রছায়ায় সকল অপকর্ম : অবৈধ দোকানপাট অপরাধীদের অভয়ারণ্য নরসিংদী রেলস্টেশন আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আলী হোসেন শিশির গ্রেফতার রায়পুরাতে আলোকিত সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদী সদর প্রেস ক্লাব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নরসিংদীতে রিভলবারসহ মা-মেয়ে আটক নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১ বালু খেকোদের হামলার মুখে ম্যাজিট্রেট ও সাংবাদিক 
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

করিমপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাইনউদ্দিন সরকার / ৫৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

নরসিংদী সদর উপজেলার করিমপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মেহেদী হাসান কাউসার। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন নরসিংদী মডেল থানার পুলিশ।

দীর্ঘদিন যাবৎ করিমপুর বাজারে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ স্থাপনা তৈরী করে সরকারি জায়গা দখল করে ছিলো। অবৈধ স্থাপনার কারনে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করতে সমস্যা হচ্ছিলো। এবং বাজারের আশেপাশে গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের চলাচলের ব্যাঘাত ঘটতো। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের সুবিধা করে দেওয়ার জন্য বাজারের ব্যবসায়ীরা নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ আগে মাইকিং করেন। মাইকিং করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই আজকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সকল অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জায়গা বেদখল মুক্ত করা হয়। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মেহেদী হাসান কাউসার বলেন, করিমপুর বাজারে কিছু অবৈধ স্থাপনা তৈরী করে সরকারী জায়গা দখল করে রেখেছিলেন। অবৈধ স্থাপনাকারীদের বারবার মাইকিং করে সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানালেও তারা সেগুলো সরান নি, তাই আজকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ স্যারের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়েছে। সরকারি স্বার্থরক্ষা করতে ভবিষৎতেও জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ