শিরোনাম :
নরসিংদীতে নদী ভাঙ্গনের কবলে পড়া অসহায় পরিবার গুলো কোন সহযোগিতা পাচ্ছেন না। জেলা প্রশাসন নিরব ভূমিকায়! নরসিংদীর মাধবদীতে মরণ নেশা ইয়াবার থাবায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে  খুনের দায়ে নরসিংদীর সাবেক এমপি রোজী গ্রেফতার।। ওমেন চেম্বার দখলের অভিযোগ।। নরসিংদীতে উল্লাস নরসিংদীতে সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মূখ্য সচিব হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মিয়া নরসিংদীতে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-১ নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে একজনকে জবাই করে হত্যা  মেহেরপাড়া ইউপি চেয়ারম্যানকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার্থে আলোচনা ও দোয়া মাহফিল সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করে প্রজ্ঞাপন
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

করিমপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাইনউদ্দিন সরকার / ৪৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

নরসিংদী সদর উপজেলার করিমপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মেহেদী হাসান কাউসার। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন নরসিংদী মডেল থানার পুলিশ।

দীর্ঘদিন যাবৎ করিমপুর বাজারে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ স্থাপনা তৈরী করে সরকারি জায়গা দখল করে ছিলো। অবৈধ স্থাপনার কারনে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করতে সমস্যা হচ্ছিলো। এবং বাজারের আশেপাশে গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের চলাচলের ব্যাঘাত ঘটতো। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের সুবিধা করে দেওয়ার জন্য বাজারের ব্যবসায়ীরা নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ আগে মাইকিং করেন। মাইকিং করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই আজকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সকল অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জায়গা বেদখল মুক্ত করা হয়। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মেহেদী হাসান কাউসার বলেন, করিমপুর বাজারে কিছু অবৈধ স্থাপনা তৈরী করে সরকারী জায়গা দখল করে রেখেছিলেন। অবৈধ স্থাপনাকারীদের বারবার মাইকিং করে সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানালেও তারা সেগুলো সরান নি, তাই আজকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ স্যারের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়েছে। সরকারি স্বার্থরক্ষা করতে ভবিষৎতেও জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ