শিরোনাম :
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গোলাগুলি: আতংকিত সাধারণ মানুষ হামলা, হত্যাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা শিশির কারাগারে ড. ইউনুস সরকারের মধুচন্দ্রিমা -১ ষ্টেশন মাষ্টারের ছত্রছায়ায় সকল অপকর্ম : অবৈধ দোকানপাট অপরাধীদের অভয়ারণ্য নরসিংদী রেলস্টেশন আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আলী হোসেন শিশির গ্রেফতার রায়পুরাতে আলোকিত সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদী সদর প্রেস ক্লাব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নরসিংদীতে রিভলবারসহ মা-মেয়ে আটক নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১ বালু খেকোদের হামলার মুখে ম্যাজিট্রেট ও সাংবাদিক 
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

নরসিংদীতে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৪৭২ বার
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে নরসিংদী সদর উপজেলা পরিষদের হল রুমে নরসিংদী সদর উপজেলা পরিষদেরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি। প্রধানবক্তা হিসেবে ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান আজিম। আলোচনা সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম হিরু এমপি তার বক্তৃতায় বলেন, দেশ ও জাতির জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর অপরিসীম ত্যাগ, তিতিক্ষা ও অবদানের জন্য জাতি তাঁকে বঙ্গমাতা খেতাবে ভূষিত করেছেন। স্বাধীনতা আন্দোলনসহ বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে বঙ্গমাতার এ অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় ইতিহাসের সকল পর্যায়ে বঙ্গবন্ধু এবং দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা, শক্তি, সাহস, মনোবল ও সঠিক পরামর্শের উৎস হয়ে উঠেছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। তিনি আরও বলেন, ঘাতকরা মনে করেছিলো এই পরিবারটিকে শেষ হয়ে গেলে বঙ্গবন্ধু’র আদর্শের মৃত্যু হবে, কিন্তু তাঁর সুযোগ্য দুই কন্যা জাতির পিতা বঙ্গবন্ধু’র আদর্শ ধারণ করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধান বক্তা মনির হোসেন ভূঁইয়া বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পদক্ষেপে জাতির পিতাকে সক্রিয় সহযোগিতা করে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতা আন্দোলন তরান্বিত করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শহর ও সদর থানা আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
আলোচনা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আবদুল মতিন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ