জার্মানির সবখানেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি। এবার ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে বার্লিনের প্রবাসীরা আবারও একবার একত্রিত হলো।
গতকাল শনিবার নগরীর ওয়াইন স্ট্রাসেতে বার্লিনের প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ আনন্দের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি ও সংস্কৃতিকে ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান।
প্রবাসীদের এই মিলন মেলায় নানা ধরণের বাংলা খাবারসহ বার্লিনে বসবাসরত সকল পরিবার পরিজনদের এক করতে পেরে খুশী অনুষ্ঠানের উদ্যোক্তা মাকসুদা হোসাইন আনিকা ও পারভীন সুলতানা। ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিদের।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল একুশের পদক প্রাপ্ত নাজমুন নেসা পিয়ারীর উপস্থাপনায় প্রবাসী ক্ষুদে শিল্পীদের সমবেত সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় তাদের উপস্থাপনা উপভোগ করেন সকলে। তারপর মঞ্চে উঠেন প্রবাসী শিল্পীরা। শিল্পী শাহ নিজাম উদ্দিন, মিতালী মুখার্জি, সারণী দত্তসহ আরও অনেকে দর্শকদের মুগ্ধ করতে পরিবেশন করেন দেশের জনপ্রিয় সব সংগীত।