প্রবীন রাজনীতিবীদ, দলমত নির্বিশেষে সকলের প্রিয়জন ও শ্রদ্ধার পাত্র, নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহ উদ্দিন ভুইয়া ইরান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া………. রাজীউন)।
বহুগুণে গুনান্বীত মেজবাহউদ্দিন ভুইয়া ইরান নরসিংদী রেডক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সেক্রেটারী, নরসিংদী কলেজের সবচেয়ে সফল ভিপি, ব্রাক্ষন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, নরসিংদী আইডিয়েল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া ও তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতাসহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর, মেজবাহ উদ্দিন ভুইয়া ইরানের মৃত্যুতে চেতনা পরিবারসহ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার বাদ যোহর নরসিংদী সরকারী কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে গাবতলী কবরস্থানে সমাধি করা হয়।